অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের একমাত্র শপথ : ওবায়দুল কাদের

Unknown
ফাইল ছবি
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতাকে প্রতিহত করে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠাই বিজয় দিবসের শপথ।
 
তিনি বলেন, ‘বিজয় দিবসের শপথ হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা প্রতিহত করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা।’
 
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাণ সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে প্রধান বিপদ হলো সাম্প্রদায়িকতা। এ সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের একমাত্র চ্যালেঞ্জ।
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।
 
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও ইলিয়াস হোসেন মোল্লা এমপি। বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top