‘‌পদ্মাবতী’তে আসছেন ঐশ্বরিয়া রায়

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুরকে নিয়ে ‘পদ্মাবতী’ সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। নতুন খবর হলো এই সিনেমায় দেখা মিলবে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
তবে পুরো সিনেমায় না, সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে ঐশ্বরিয়াকে। অভিনেত্রীর সঙ্গে কথাও বলেছেন বানসালি। তিনিও এটিতে উৎসাহ দেখিয়েছেন ঐশ্বরিয়া। গানটির রিহার্সেলসহ শুটিংয়ের শিডিউল নির্ধারণ করা হয়েছে।
 
এছাড়া এতে ঐশ্বরিয়ার কয়েকটি সংলাপও নাকি রয়েছে। গানটিতে এ অভিনেত্রীকে এমনভাবে তুলে ধরা হবে যেমনটা আগে তাকে দেখা যায়নি। এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
 
গত ১ নভেম্বর শুরু হয়েছে পদ্মাবতী সিনেমার শুটিং। প্রথম দিন শুটিং না করলেও সেটে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। সিনেমায় পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন তিনি।
 
এতে রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজি চরিত্রে এবং শহিদ কাপুর অভিনয় করবেন পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top