হিজাব ত্যাগে চাপ দেয়ায় মুম্বাইয়ের এক শিক্ষকের পদত্যাগ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ক্লাস নেয়ার সময় হিজাব খুলতে চাপ দেয়ায় মুম্বাইয়ের এক শিক্ষক পদত্যাগ করেছেন। শাবিনা খান নাজনীন নামের ওই শিক্ষক স্কুল তার সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে পদত্যাগপত্র দাখিল করেছেন।
  
তবে স্কুল ম্যানেজম্যান্ট কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং এই বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে। ধর্মানুভূতিতে আঘাত দেয়ার কথা বলে নাজনীন বলেন, আমি সিনিয়র হেডমিস্ট্রেস ও প্রিন্সিপালের কাছে নিয়মিত অভিযোগ করেছি যে আমাকে বোরকা ও হিজাব ত্যাগ করতে চাপ দেয়া হচ্ছে। কিন্তু কেউ আমার কথায় কান দেয়নি। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
 
ওই স্কুলে অনেক শিক্ষিকা ক্লাস নেয়ার সময় হিজাব ও বোরকা ত্যাগ করলে সেটা করতে নারাজি জ্ঞাপন করেন নাজনীন। তিন বছর ধনে ওই স্কুলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে পড়াচ্ছিলেন তিনি। 
 
নাজনীনের পাশে জয় হো নামের একটি এনজিও দাঁড়িয়েছে এবং তার পক্ষে একটি চিঠি শিক্ষামন্ত্রী ভিনোদ তাওড়ের কাছে পাঠিয়েছে। জয় হো ফাউন্ডেশনের ট্রাস্টি আদিল খাত্রি বলেন, এটা ধর্ম পালনের মৌলিক অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। আমরা শিক্ষামন্ত্রীকে এই অপকর্ম সংঘটনকারীদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করতে আহ্বান জানিয়েছি। এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top