প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং শিগগিরিই চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দু'জন উপাচার্য নিয়োগ দেয়া হবে।'
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে আসছেন। স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি গবেষণা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেছেন। তাই চিকিৎসকদের গবেষণার উপর অধিক গুরুত্ব দিতে হবে।'
 
মন্ত্রী রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন্স অফ বাংলাদেশ (এপিএসবি)-এর দুই দিনব্যাপী আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top