স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Unknown
সেবা ডেস্ক:  রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা শেষে রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, 'রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।'
 
বিমানবন্দরে এসে পৌঁছলে রাষ্ট্রপতিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি হামিদ গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top