বকশীগঞ্জে নারীর স্বাস্থ্য সুরক্ষায় নির্মাণ করা হয়েছে নারী বান্ধব গোসলখানা

G M Fatiul Hafiz Babu
 
জিএম ফাতি উল হাফিজ বাবু , বকশীগঞ্জ ঃ

জামালপুরের বকশীগঞ্জ কর্মএলাকার আওতাধীন চরাঞ্চলে নারীদের সম্ভ্রম রক্ষা,পানি বাহিত রোগ ও মেয়েলি রোগ থেকে রক্ষা এবং কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যার জন্য স্থাপন করা হয়েছে নারী বান্ধব গোসলখানা।

এক সময় চরাঞ্চলে গেলে বুঝা যেত নারীরা কিভাবে জীবনযাপন করত।

এইসব এলাকায় নারীদের স্বাস্থ্য নিয়ে পুরম্নষের চিনত্মা হতো না। এমনকি নারীদের সম্ভ্রম নিয়েও কোন মাথা ব্যথা হতো না।

 নদী তীরবর্তী এলাকার নারীদের অবস্থা ছিল আরো করুন। চরাঞ্চলে নারীদের জন্য ছিল না কোন পরিবেশ সম্মত গোসলখানা। ফলে নারীদের শরীরের পরিচর্যা করতে নানা বিড়ম্বনায় পড়তে হতো।

আর নারীরা তাদের শরীরের সঠিক পরিচর্যা করতে না পারায় শরীরে সঞ্চার হয়েছে অনেক রোগ বালাই।
এছাড়াও চরাঞ্চল এলাকার মানুষের বাড়িতে গোসলখানায় কোন বেড়া না থাকায় ইতস্ততবোধ করতে হয়েছে।

চরাঞ্চলে নারীদের এসব বেহাল অবস'া চিনত্মা করেই এগিয়ে আসে গণচেতনা রি-কল ওয়াশ প্রকল্প।

 বেসরকারি উন্নয়ন সংস্থা গণচেতনা রি-কল ওয়াশ প্রকল্পের উদ্যোগে অনুন্নত এলাকার নারীদের বিশেষ সেবা দিতে ও তাদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা সৃষ্টিতে স্থাপিত করা হয়েছে একাধিক নারী বান্ধব।


গণচেতনা রি-কল প্রকল্পের কর্ম এলাকার চরের নারীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ও গোসল খানায় কিশোরী ও নারীদের নিবিড় স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করতে রি-কল ওয়াশ প্রকল্পের মা্যধমে ১২ টি নারী বান্ধব গোসল খানা (কিউবিক্যাল বাথ) স্থাপন করা হয়েছে।

যার মাধ্যমে চরাঞ্চলের তিন শতাধিক নারী বিভিন্ন পানি বাহিত ও মেয়েলি রোগ থেকে রড়্গা পাবে । একই সঙ্গে নারীদের সম্মান ও সম্ভ্রম রক্ষাও করবে।

 নারী বান্ধব গোসলখানা স্থাপনের উদ্দেশ্য হলো শুধুমাত্র নারী ও কিশোরীরাই এটা ব্যবহার করবে এবং কোন ভীতি ছাড়াই নিজের শরীরের যত্ন নিবে ।

এব্যাপারে গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায় জানান, রি-কল প্রকল্পের কর্ম এলাকার চরাঞ্চলে ১২ টি নারী বান্ধব গোসলখানা স্থাপন করা হয়েছে।

দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় প্রতিটি গোসলখানা নির্মাণে ৩৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top