ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগের দুই চেয়ারম্যান প্রার্থীসহ, সদস্য ও সংরড়্গিত আসনের নারী সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকাল থেকে প্রার্থী ও তার সমর্থকরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জেলা নির্বাচন কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন।
দুপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মো: জাফর আলীর মনোনয়নপত্র দাখিল করেন তার সমর্থকরা। এর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেনের নিকট এসব মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
