সেবা ডেস্ক: ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙর করেছিল আটটি ফেরি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার মো. জসিম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এতে কুয়াশার চাদরে ঢাকা পড়ে এই নৌরুট। বয়া ও বাতি দেখা না যাওয়ায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে মাঝ পদ্মায় ছয়টি ফেরির সহস্রাধিক যাত্রী আটকে পড়েন। কুয়াশা কেটে যাওয়ার পর শুক্রবার সকালে ফেরিগুলো গন্তব্যে রওনা হয়েছে।