বিয়ের খবর গুজব, টুইটারে বিরাট কোহলি

Unknown
সেবা ডেস্ক:  ২০১৭ সালের শুরুতে প্রেমিকা ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বাগদানের গুজব উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, বিয়ের খবর নিয়ে তিনি লুকোচুরি করবেন না।
 
বৃহস্পতিবার বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়ে নতুন বছরে জানুয়ারির ১ তারিখ বাগদান হচ্ছে বিরাট-আনুশকার। টুইটারে দেয়া পোস্টে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে বিরাট বলেন, আমরা বাগদানে আবদ্ধ হচ্ছি না, আর যদি আমরা বাগদান করি তাহলে সেটা কখনো লুকোবো না। খুবই সাধারণ।
 
গণমাধ্যমকে ভুয়া খবর বিক্রি করছে অভিযোগ করে টুইটের দ্বিতীয় অংশে বিরাট বলেন, সংবাদ চ্যানেলগুলো ভুয়া খবর বিক্রি করে আপনাদের দ্বিধাগ্রস্ত করছে। আমরা এই দ্বিধার অবসান করতে এই উদ্যোগ নিয়েছি। কোহলির এই টুইট আবার রিটুইট করেছেন তার প্রেমিকা আনুশকা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top