ভারতে পুনে নগরীর বেকারিতে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

Unknown
সেবা ডেস্ক:  ভারতের পশ্চিমাঞ্চলীয় পুনে নগরীর একটি বেকারিতে বৃহস্পতিবার রাতে ছয় জনের মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে।
 
দমকল বিভাগের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘বেকারির প্রধান শাটারটি বাইর থেকে বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের সময় তারা সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।’ স্থানীয় গণমাধ্যম জানায়, ওই ছয় জনকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 
পুলিশ পরিদর্শক চাগান কাপশে বলেন, ‘বেকারির প্রাঙ্গণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরো বলেন, ‘কেন তাদেরকে ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল আমরা তা জানার চেষ্টা করছি।’ নিহত ছয় জনের বাড়ি উত্তর প্রদেশে। এটি ভারতের অন্যতম দরিদ্র রাজ্য।
 
ভারতের কর্মক্ষেত্রগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল।  গত মাসে নয়াদিল্লীর একটি অবৈধ গার্মেন্টস কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ শ্রমিক প্রাণ হারায়। এএফপি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top