সেবা ডেস্ক: মেহেরপুরে ভৈরব নদে অবৈধভাবে মাছ চাষ করায় ৬ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রামানন্দ পাল এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ভৈরব নদে অবৈধভাবে মাছ চাষ করার অপরাধে সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবেদ আলীর ছেলে নাজাত আলী, আব্দুল জলিলের ছেলে বাসাদ আলী, শফি উদ্দিনের ছেলে আসমান আলী, সাফায়েত হোসেনের ছেলে আশরাফ হোসেন, আব্দুল আলীর ছেলে ফিরোজ আলী এবং চপো আলীর খোম আলীর কাছ থেকে ৫ হাজার টাকার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল বলেন, মৎস সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৫ ধারায় তাদের এ জরিমানা করা হয়। এর আগে বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।