চন্দ্রগঞ্জ প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ন

S M Ashraful Azom
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ন হয়েছে। শনিবার (১৭ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রতাপগঞ্জ উচ্ছ বিদ্যালয় শ্রেনী কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫টি পদে নির্বাচন হয়েছে। এখানে ৩৫ জন ভোটারের মধ্য ৩৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

এতে সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মো. সহিদুল ইসলাম নির্বাচিত হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সাধারন সম্পাদক আজিজুল হক মাউন(দৈনিক নতুন খবর), কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু দৈনিক দিনের আলো), প্রচার সম্পাদক সাহাদাৎ হোসেন দিপু (দৈনিক দিন প্রতিদিন) এছাড়াও ৬টি পদে পার্থীরা বিনাপতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্ধন্ধিতায় বিজয়ীরা হলেন সহ-সভাপতি অহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক জামসেদ হিমেল এবং কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর ও রাকিব হোসেন আপ্র।

রিটানিং অফিসার ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ভোটগননা শেষে এ ফলাফল ঘোষনা করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top