নালিতাবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আজীবন হোল্ডিং কর মওকুফ

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে বসবাসকারী ২০ জন মুক্তিযোদ্ধাকে আজীবন হোল্ডিং কর মওকুফের আওতায় আনা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় মুক্তিযোদ্ধা মঞ্চে বিজয় দিবসের আলোচনা শেষে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক মুক্তিযোদ্ধাদের হাতে কর মওকুফ সনদ ও সম্মাননা সনদ প্রদান করেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে এই ২০ জন মুক্তিযোদ্ধাকে পৌরসভার পক্ষ থেকে একটি করে সম্মাননা সনদ ও বসবাড়ির আজীব হোল্ডিং কর মওকুফ সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাব উদ্দিন, কাউন্সিলরবৃন্দ  উপসি'ত ছিলেন। পরে  ওই ২০ মুক্তিযোদ্ধার পক্ষ থেকে মেয়রকে একটি সোনার আংটি উপহার দেওয়া হয়।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top