মানবকল্যান ফোরামের শীত বস্ত্র বিতরন

S M Ashraful Azom
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” একথা সবাই মুখে বললেও আমরা খুব কম মানুষই আছি মানুষের সেবাই সেটি বাস্তবে করে দেখায় কিন্তু সব সময় মানব কল্যান ফোরাম প্রমান করে আসছে আমরা শুধু মুখে বলি না বাস্তবেও করে দেখায়। এমনই মন্তব্য করেছেন ফোরাম পরিচালক রাজন হোসেন।

আমরা দ্বীর্ঘদিন থেকে ছোট-বড় একের পর এক সমাজ সেবা ও সচেতনতামূলক প্রকল্প সফল করে আসছি।
তার ধারাবাহিকতায় আমাদের ফোরামের ও উপদেষ্টাদের সহায়তায় আমরা অসহায় ও দূস'দের মাঝে কম্বল বিতরন করছি।

আমাদের দেশ মধ্যেম আয়ের দেশ, এখানে অধিকাংশ মানুষ গরীব, শীত এলে অল্প কিছু টাকা দিয়ে শীতবস্ত্র ক্রয় করা অনেকের পক্ষে সম্বব হয়না। আমাদের দেশে প্রতি বছর শীত বস্ত্রের অভাবে অনেক লোক মারা যায়।
তাই আমরা গরীব-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরন করছি। শনিবার (১৭ডিসেম্বর) লক্ষ্মীপুর রায়পুর উপজেলার মধ্যে কেরোয়া নয়ারহাট বাজারে ফোরামের উদ্দ্যোগে গরিব-অসহায়, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তরুন এই সেচ্ছাসেবক।

এছাড়াও সে সকলের কাছে দোয়া চান যাতে আগামি দিনে সামাজিক কাজের সাথে জড়িত থেকে গরিব ও অসহায়দের মুখে হাসি ফুটাতে পারি এবং সমাজের বৃত্তবানদের শীতার্থদের পাশে এগিয়ে আসতে আহবান যানান।

্‌এসময় উপসি'ত ছিলেন, কেরোয়ার কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ হাসেম, ৬ নং কেরোয়া ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি বাহার উদ্দিন, শুকুর আহমেদ, ফারুক, রাজু, বাপ্পি সহ ফোরামের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top