"বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও পুরুষ্কার বিতরণী অনুষ্টান"

S M Ashraful Azom
শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬.১২.২০১৬ রোজ শুক্রবার বাঁশখালী উপজেলার অন্তর্গত শীলকূপে অবস্থিত বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ, ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্টান পরবর্তী আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টিত হয়।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ধারাবাহিক অনুষ্টানের অংশ হিসেবে- চিত্রাংকন প্রতিযোগিতা, চেয়ার খেলা, মোরগ লড়াই, বিস্কুট খেলা, মিউজিক বালিশ খেলা, দেশাত্মবোধ গানের প্রতিযোগীতা সহ বিভিন্ন আয়োজন ছিলো।

মোরগ লড়াইয়ে বড়দের মধ্যে পুরুষ্কার জিতে স্বাধীন, লেয়াকত, আসাদ এবং ছোটদের মধ্য থেকে সোহরাব, আবির, আরিফ। বিস্কুট খেলা প্রতিযোগীতায় পুরুষ্কার জিতে গালিব, সৌরভ, তানজিদ। মিউজিক বালিশ খেলায় পুরুষ্কার জিতে নুসরাত জাহান মুনিয়া, সোনালী বড়ুয়া, লাইরা। অভিবাবক চেয়ার প্রতিযোগীতায় পুরুষ্কার জিতেন কোহিনুর আক্তার, শাহেনা সোলতানা, সঞ্চিতা বড়ুয়া।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিলকুপ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক সিকদার। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- এহসানুল কবির ইকবাল, মুনিরুল ইসলাম সিকদার সহ অভিবাবক শ্রেনীর সকল মান্যবর ব্যক্তি বিশেষ।

প্রধান অথিতি তার বক্তব্যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। মহান বিজয় দিবস বাঙ্গালীর জাতীয় জিবনে বিরাট একটা অর্জন। দেশের স্বাধিনতা ছিনিয়ে আনতে যারা নিজেদের জিবনকে বিলিয়ে দিয়েছে, যাদের বদৌলতে আমরা আজ বাংলা ভাষায় স্বগৌরভে কথা বলার স্বাধিনতা পেয়েছি তাদের ত্যাগকে ভুলবার মতো নয়। প্রিয় শিক্ষার্থীরা! আপনার আগামী দিনের জাতীর হাল ধরবে। তোমাদের উপর জাতীর অনেক চাওয়া আছে। জাতীর জনকের স্বপ্ন ছিলো সোনার বাংলাকে বিশ্বের বুকে শ্রেষ্ট হিসেবে গড়ে তোলা। আর আপনারাই পারবে আগামীতে এদেশকে এগিয়ে নিতে। সুন্দর ভাবে পড়ালেখা চালিয়ে যাও। বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের সার্বিক সফলতা কামনা করি। এতদাঞ্চলের জন্য এই প্রতিষ্টানের বিকল্প নাই।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন-  প্রতিষ্টানের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মাসুদ, জনাব এহছানুল কবির ইকবাল, মুনিরুল ইসলাম সিকদার, শিব্বির আহমদ রানা সহ প্রমূখ।
অনুষ্টানের সভাপতিত্ব করেন বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের  প্রতিষ্টাতা পরিচালক অধ্যক্ষ জনাব মো. জাকের হোসাইন। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব মোঃ মাসুদ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top