সেবা ডেস্ক: পুত্রসন্তানের বাবা-মা হলেন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ ও অভিনেত্রী সীমানা। গতকাল রবিবার ঢাকার সেন্ট্রাল হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সীমানা।
বাবা হওয়ার অনভূতির বিষয়ে পারভেজ বলেন, ‘পুত্র সন্তানের পিতা হলাম। এ জন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। মা-ছেলে দুজনেই এখন সুস্থ রয়েছেন।’
উল্লেখ্য, ২০১০ সালে পারভেজের সঙ্গে পরিচয় হয় সীমানার। সেসময় ‘অতিমানব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করছিলেন সীমানা। একই নাটকে কণ্ঠশিল্পী পারভেজও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন।
মূলত এই শুটিং সেট থেকেই দু’জনের সঙ্গে প্রথম পরিচয়। তারপর ভালো লাগা। এরপর সম্পর্ক গড়ায় প্রেমের দিকে। দীর্ঘ চার বছর প্রেম করে ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। মূলত মডেলিং দিয়েই অভিনয় জগতে প্রবেশ করেন রিশতা লাবনী সীমানা।