বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন এস এম মনিরুজ্জামান

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানকে ব্যাংকটির ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ নিয়োগের কথা জানানো হয়।
 
এতে বলা হয়, মনিরুজ্জামানকে তার বর্তমান চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
 
মন্ত্রণালয়ের অপর এক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক (পরিবহন) পদে মো. ফজলুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। এতে বলা হয়, ২৬ নভেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর ধরা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top