সেবা ডেস্ক: মাগুরা সরকারি পলিটেকনিকের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মাগুরা পলিটেকনিক শিক্ষক মোখলেছুর রহমানের সঙ্গে বহিরাগত যুবক মোস্তাক হোসেনের ঝগড়া হয়। এর জের ধরে মোস্তাক হোসেন তার দলবল নিয়ে শিক্ষক মোখলেছুর রহমানকে লাঞ্চিত করে। এ ঘটনায় মোস্তাক হোসেনকে আটকের দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে ছাত্ররা পলিটেকনিক কলেজের সামনে মাগুরা-ঝিনাইদাহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের অবরোধ প্রত্যাহার করতে বলায় ছাত্ররা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে শিক্ষক, পুলিশসহ ১৫ জন আহত হয়।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুর্দশন কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। মোস্তাক নামের এক যুবককে আটক করা হয়েছে।