বাঁশখালী ডিএসএমএফ গ্রীণ এর বিশেষ আলোচনা সভা অনুষ্টিত

Unknown


শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম : গত ১১ই  ডিসেম্বর ২০১৬  রোজ রবিবার বিকাল ৪ টায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম( গ্রীন) চট্টগ্রাম বাঁশখালী উপজেলার উদ্যোগে পুইছড়ি ইউনিয়ন কমিটি গঠন ও বিশেষ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম  গ্রীণ চট্টগ্রাম বিভাগীয় সদস্য ও চট্টগ্রাম ডেসটিনি সম্পদরক্ষা কমিটির সদস্য জনাব এম এন আবছার।
 
বিশেষ আলোচক হিসাবে উপস্হিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ চট্টগ্রাম বিভাগীয় সদস্য জনাব ডাঃ ভগীরথ তালুকদার। আরও উপস্হিত ছিলেন বাঁশখালী ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের দায়ীত্ব প্রাপ্ত লিডারগন। এতে বক্তব্য রাখেন- এম এন আবচার, ডাঃ ভগিরথ তালুকদার, চাম্বল ইউপির সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল কাদের, রঞ্জিত কান্তি দেব দাস, মোঃ কামরুজ্জামান, আবুল কাশেম, সুপর্ণা তালুকদার সহ প্রমূখ লিডারবৃন্দ।
বক্তারা ডেসটিনির বর্তমান সময়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম(গ্রিন) এর সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।তারা বলেন- ডেসটিনির দ্বারা আমরা প্রতারিত বা ক্ষতিগ্রস্ত নই। আমাদের বিনিয়োগকৃত টাকা ডেসটিনিতে নিরাপদ আছে।পক্ষান্তরে ডেসটিনি এদেশের শিক্ষিত বেকার যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছে।
 
অালোচনা শেষে প্রধান আলোচক বাঁশখালী ডিএসএমএফ গ্রীণ বাঁশখালী থানা শাখার পুইছড়ি ইউনিয়নের ইউনিয়ন কমিটির প্রাথমিক  ঘোষণা প্রদান করেন। এবং তাদের করণীয় ও দায়ীত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
 
সভায় শিব্বির আহমদ রানা'র  সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন জনাব ফজলুল কাদের ( সাবেক,চেয়ারম্যান, চাম্বল ইউপি)। সভাপতি তার  সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top