সেবা ডেস্ক: সাংবাদিক ও চলচ্চিত্রকার লিয়ার লেভিন বলেছেন, ৭১’এ মুক্তিযুদ্ধের ছবি তুলতে পেরে আমি গর্বিত।
রবিবার টরন্টো ফ্লিম ফোরাম আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সবার পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।
টরন্টোর ড্যানফোর্থের ৯ ডজ হলে বিজয় দিবসের এই অনুষ্ঠানে নাইন মান্থ অফ ফ্রিডম, স্টপ জেনোসাউড এবং মুক্তির গান চলচিত্র প্রদর্শিত হয়। উল্লেখ্য, লিয়ার লেভিনের তোলা রণাঙ্গনের সেলুলয়েডের ফুটেজ দিয়েই তারিক মাসুদ নির্মাণ করেছেন ‘মুক্তির গান’।
অনুষ্ঠানে আরো ছিল তরুণ প্রজন্মদের চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা ‘আমার শোনা মুক্তিযুদ্ধ’ ও ‘বিশ্ব গণমাধ্যমে একাত্তরে মুক্তিযুদ্ধ’। এ সময় লেভিন বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও ছিলো মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে ‘লেন্স টু ফ্রিডম’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
প্রায় দিনব্যাপী তিন পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন টরন্টো ফ্লিম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক এবং আহমেদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল।
অপর দিকে কানাডার বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিরা বর্ণিল আয়োজনে বিজয় দিবস ২০১৬ উদযাপন করেন। কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন এ উপলক্ষে ১৬ ডিসেম্বর গত শুক্রবার অটোয়া কার্লটন ইউনিভার্সিটির কৈলাশ মিতাল থিয়েটারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
