সেবা ডেস্ক: ভুল করে হোয়াটসঅ্যাপের অন্য কোনো কন্টাক্টে মেসেজ চলে যাওয়ার মতো বিব্রতকর ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। সেই বিব্রতকর পরিস্থিতি এড়াতে ফেসবুকে যোগ হতে যাচ্ছে পাঠানো মেসেজ এডিট কিংবা সম্পূর্ণ বাতিল করে দেয়ার সুবিধা।
প্রথমত, আইফোনের বেটা ভার্সনে যোগ হতে যাচ্ছে এই সুবিধা। এছাড়া জিপ ফাইলের প্রিভিউ দেখার সুযোগও থাকতে পারে নতুন ভার্সনে। কোনো বার্তার উপর ‘লং প্রেস’র পর ‘এডিট’ ও রিভোক অপশনটি আসবে। তবে ডিফল্ট সেটিং হিসেবে এই সুবিধা বাতিল করা থাকবে। অর্থাৎ কেউ এই সুবিধা ব্যবহার করতে চাইলে ম্যানুয়ালি সেটা তাকে চালু করতে হবে।
তবে এই মেসেজ এডিট ও বাতিলের এই সুবিধা শুধু তখন কাজ করবে যখন অপর প্রান্তে যাকে পাঠানো হয়েছে সে দেখবে না। বর্তমানে হোয়াটসঅ্যাপ নিজের ডিভাইসে থাকা মেসেজ ডিলিটের সুযোগ দেয় কিন্তু যাকে পাঠানো হয়েছে তার কাছে মেসেজটি থেকে যায়।
চলতি মাসের হালনাগাদকৃত হোয়াটসঅ্যাপে ডাউনলোড করার সময় ভিডিও স্ট্রিমিং ও জিআইএফ অ্যানিমেশন ইমেজ শেয়ার করার সুযোগ যোগ করা হয়েছে। প্রথমে এই সুযোগ বেটা ভার্সনেই যোগ করা হয়েছিল। এনডিটিভি।
