মো. সাহাদাত হোসাইন,পেকুয়া,কক্সবাজার: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর পেকুয়া উপজেলায় বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।
পেকুয়া উপজেলা ডিএসএমএফ গ্রীন এর সদস্য জনাব সাহাদাত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ গ্রীণ এর চট্টগ্রাম বিভাগীয় সদস্য জনাব মো. শামসুদ্দীন।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ গ্রীণ এর চট্টগ্রাম বিভাগীয় সদস্য জনাব মাহাবুব আলম সহ অনেকে।
সভায় অতিথিরা মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। জাতীর শ্রেষ্ট সন্তানদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃত লাভ করে। তাই বিজয় দিবসের এই দিনে তাদেরকে গভীর ভাবে স্বরণ করছি। তারা বাংলাদেশের দুজন অর্থনীতির কর্ণদ্বার দৈনিক ডেসটিনি ও বৈশাখী টিভির পরিচালক এবং ডেসটিনি গ্রুপের সম্মানিত এমডি জনাব আলহাজ্ব মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. হোসাইন এর নিঃশর্ত ভাবে মুক্তি কামনা করেন। বিজয়ের মাসে তারা আরেকটি বিজয় চায় আর তা হবে ডেসটিনির দু- কর্ণদ্বারের মুক্তি প্রদান।
সভায় সভাপতিত্ব করেন ডিএসএমএফ গ্রীণের বারবাকিয়া ইউনিয়নের আহ্বায়ক জনাব মো. নুরুল হক এবং তিনি তার সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তী ঘোষণা করেন।