চলতি বছর বিদেশে ৭ লাখ শ্রমিকের কর্মসংস্থান: আয় ১২ হাজার ডলারের বেশি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চলতি বছর ৭ লাখ ৪ হাজার ৭৮ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে এবং ১২ হাজার ৬৫১ মিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে, যা আর্থসামাজিক অবস্থার প্রসারে ব্যাপক অবদান রাখছে।
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার ২০০৯ সাল থেকে ৬ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ৬৯টি দেশে প্রায় ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৬ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে এবং প্রায় ১ লাখ ৪ হাজার ৭৫১ দশমিক ২৭ মিলিয়ন ডলার রেমিটেন্স অর্জন করেছে।
 
মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য সরকার মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাট- পাঁচটি জেলায় মেরিন টেকনোলজি ও ৩০টি ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করেছে।
 
দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার ২০১৫-১৬ অর্থবছরে ৬২টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৫ হাজার ৫১৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে এবং এর মাধ্যমে ১৪ হাজার ৯৩১ দশমিক ১৬ মিলিয়ন ডলার রেমিটেন্স অর্জন হয়েছে।
 
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী শ্রমিকদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে সরকার বিদেশে কর্মরত ও প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে বিদেশে চাকরি প্রার্থীরা বিভিন্ন আর্থিক সুবিধা লাভ করছে। -বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top