রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে পল্টন হয়ে বঙ্গভবনে যাবেন খালেদা জিয়া

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে রবিবার বিকেলে বঙ্গভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিনিধিরা। বিকেল ৩টায় গুলশানের নিজ বাসভবন থেকে বের হয়ে প্রথমে যাবেন নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে অপেক্ষমাণ দলের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে একত্রে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি। 
 
খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহামুদ চৌধুরী।
 
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার থেকে সংলাপ শুরু করবেন। প্রথম দিন ডাকা হলো বিএনপিকে। এর আগে ১৫ ডিসেম্বর বিএনপির প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠিয়ে দেয়া হয়।
 
আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। তার আগেই নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, ২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের আগে বিএনপির সঙ্গে সংলাপ করেছিলেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top