সেবা ডেস্ক: চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করছেন অভিনেতা সম্রাট। এবার হাজির হচ্ছেন ‘পরিণাম’ নামের নতুন একটি টেলিফিল্ম পরিচালনার মধ্যদিয়ে।
সম্রাটের পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, স্বাগতা, হিমি, রিমু, আজিজুর রহমান। আগামী ১৩-১৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় এ টেলিফিল্মের শুটিং শুরু হচ্ছে। সম্রাট ‘দুরন্ত মেঘলা’ শিরোনামের নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা সাবরিনা। সিনেমাটি পরিচালনা করছেন বশির আহমদ।
উল্লেখ্য, অভিনেতা সম্রাট অভিনীত সর্বশেষ ‘শুটার’শিরোনামের সিনেমা মুক্তি পায়।