শেরপুরে নকলনবিশদের কর্মবিরতি, বিক্ষোভ

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:  চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের (এক্সট্রা মোহরার) অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা শাখার সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রুকন, সহ-সভাপতি মকছেদ আলীসহ উপসি'ত বক্তারা অবিলম্বে এক দফা মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর থেকে সারাদেশে নকলনবিশরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top