পাওলো জেন্তিলনি হচ্ছেন ইতালির নতুন প্রধানমন্ত্রী

Unknown


সেবা ডেস্ক:  ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলিনিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। গত সপ্তাহে সংবিধান সংশোধন বিষয়ক ভোটে পরাজিত হওয়ার পরে পদত্যাগ করেছিলেন মাত্তেও রেনজি।
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এই প্রেক্ষাপটে জেন্তিলনিকে প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানালেন। ৬২ বছর বয়সী জেন্তিলনি, রেনজির ডেমোক্রেটিক পার্টির সদস্য। যদি তিনি তার পক্ষে দলের অন্যান্যদের সমর্থন নিতে পারেন তাহলে কয়েক দিনের মধ্যে সরকার গঠন করতে পারবেন।
জেন্তিলনিকে ব্যাংকিং সংকট এবং ইউরোপিয় ইউনিয়ন বিরোধী জনসমর্থনের মোকাবেলা করতে হবে। বিরোধী দলগুলো জাতীয় ঐক্যের সরকারে যোগদানে অসম্মতি জ্ঞাপন করেছে। গত রবিবারে সংবিধান সংশোধন বিষয়ক মাত্তেও রেনজির পরিকল্পনার বিষয়ে গণভোট পরাজিত হয় ৫৯ শতাংশ না ভোটে। 
এই গণভোটে রেনজির পরাজয়ের পরে ইউরোপিয়ান ইউনিয়ণ বিরোধী নর্দার্ন লিগ ও প্রথাবিরোধী ফাইভ স্টার মুভমেন্ট মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top