অনুষ্ঠান সঞ্চালন করেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর আই,টি সম্পাদক খোরশেদ আলম নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর সভাপতি মোঃ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সদস্য।
উক্ত অনুষ্ঠানে সকল সদস্যরা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর প্রতিষ্ঠাতা জনাব ইঞ্জিঃ মো. নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা করেন এবং সেই সাথে রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন ডেসটিনি ২০০০লিঃ এর প্লাটিনাম ডিসট্রিবিউটর এর দুর্দিনের ত্যাগী লিডার বাবলা বণিক এর অকাল মৃত্যুতে রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর সদস্যরা শোকাহত।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যরা এই শোকাহত দিনে তাদের কর্মপরিধি খুব বেদনাদায়ক বলে মনে করেন এবং তারা বলেন আমাদের স্বপ্নকে যারা নষ্ট করেছে তাদের বিচার আল্লাহ করবে। কিন্তু আমাদের দাবি একটাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন স্যারের মুক্তি চাই। আমাদের টাকা রফিকুল আমিনের কাছে নিরাপদ। ডেসটিনির সকল ব্যাংক একাউন্ট খুলে দিয়ে ডেসটিনির সকল ব্যাবসায়িক কার্যক্রম চালুর দাবি জানান তারা।
