নতুন বিজ্ঞাপনে মডেল- অভিনেত্রী ঈশানা

Unknown
সেবা ডেস্ক:  মডেল-অভিনেত্রী ঈশানা প্রায় এক বছর পর কাজ করলেন নতুন একটি বিজ্ঞাপনে। দিদারুল আলম সম্রাট এর পরিচালনায় একটি বহুজাতিক কোম্পানির কুকওয়্যার পণ্যের মডেল হিসেবে দেখা যাবে তাকে।
সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে ঈশানা বললেন,  প্রায় এক বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার কাছে ভালো লেগেছে। আশা করি বিজ্ঞাপনটি দর্শকদের ভালোই লাগবে।
বিজ্ঞাপনটির নির্মাতা সূত্রে জানা গেছে,শীগ্রই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। উল্লেখ্য, ঈশানা সর্বশেষ গত বছর একটি হেয়ার কালারের বিজ্ঞাপনে কাজ করেছিলেন।
এছাড়া এই মুহূর্তে ঈশানা অভিনীত  ‘তুমি আসবে বলে’, ‘নোয়াশাল’, ‘হাই সোসাইটি’সহ বেশকয়েকটি ধারাবাহিকে কাজ করছেন জনপ্রিয় এ মডেল অভিনেত্রী। উল্লেখ্য, মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর বেশ ফুরফুরে মেজাজে আবারো কাজে মনোনিবেশ করেছেন তিনি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top