সেবা ডেস্ক: রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীমুর রশীদ তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: রকিবুল ইসলাম (৩৫)। এ সময় তার কাছ থেকে ৫২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন বরিশাল লঞ্চ ঘাটের সামনে থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান। -বাসস।
