ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃকুড়িগ্রামের ৩ টি পৌরসভার কাউন্সিলরদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর কুড়িগ্রাম পৌরসভা হলরম্নমে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার কাউন্সিলররা সম্মেলনে অংশ নেয়।
কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর রোসত্মম আলী তোতার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ আহামেদুজ্জামান ডাবলু ও কুড়িগ্রাম পৌরসভার সচিব রেজাউল করিম প্রমুখ।
সম্মেলনে রোসত্মম আলী তোতাকে সভাপতি ও অনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করা হয়।
