সেবা ডেস্ক: দেশের সঙ্গীতাঙ্গনের রক গানে অন্যতম জনপ্রিয় গায়িকা বুশরা জাবিন। ভারতের বলিউডে রক গান নিয়ে হাজির হয়ে সফলতা মুঠোয় নিয়ে দেশে ফিরেন দেশসেরা জনপ্রিয় রকস্টার জেমস, সে পথেই হাটছেন বুশরা। নারী রকস্টার হিসেবে দেশের হয়ে তিনিই প্রথম পা রাখতে চলেছেন ভারতের শোবিজে। ওপর ভারত-ওপার বাংলাদেশে সমান ব্যস্ততায় কাজ করছেন এ গায়িকা। সাম্প্রতিক কাজ, ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো ইত্তেফাক অনলাইনের সঙ্গে।
সম্প্রতি তার নতুন সিঙ্গেল ট্র্যাক ‘শব্দহীন’ মুক্তি পেয়েছে। রক ধাঁচের এ গানটি বুশরার ইউটিউব চ্যানেলে শেয়ারের পর থেকে সাড়া পেয়েছেন বেশ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ এবং কথা লিখেছেন সামির এম রাহমান, সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন ভারতীয় তরুণ গীতিকার এবং সুরকার সমৃদ্ধ মোহন্ত। বুম ফ্যাক্টরি প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। বুশরা বলেন, কাজটি অনেক ভাল হয়েছে, শ্রোতারা ভালভাবেই নিয়েছে।
বতর্মানের ব্যস্ততা নিয়ে বলছিলেন বুশরা। তিনি বলেন, ‘কলকাতায় সম্প্রতি অনেকগুলো কাজ করে এসেছি। লাস্ট ট্যুরে বেশ কয়েকটি উৎসব-আয়োজন আর শো শেষ করে ফিরলাম।’
কলকাতায় নতুন কয়েকটি মিউজিকে ভয়েসের কাজ করে দেশে ফিরেছেন বুশরা। মূলত সেগুলোর প্রমোশন, শো আর নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে সময় চলে যাচ্ছে। প্রত্যাশা কী, বলছিলেন তিনি, ‘ইন্টারন্যাশনালি কাজ করতে চাই। আপাতত ভারত দিয়ে শুরু করেছি। সেখানে সাড়াও পাচ্ছি। কিছুদিন পর ভারতের গোয়া ও মুম্বাইয়ে কাজ শুরু করছি।’
প্রথমে যেতে চান গোয়াতে, এরপর মুম্বাইয়ে। সে হিসেবে কথাবার্তাও মোটামুটি ফাইনাল হয়েছে বলে জানান বুশরা।
আসছে অ্যালবামের বিষয়ে বলেন, ‘কলকাতা থেকে মূলত সিঙ্গেল কোলাবোরেশনে গান আসছে। আর আগামী ভালবাসা দিবস উপলক্ষ্যে নতুন অ্যালবাম আসবে।’ নিজেকে কোন আঙ্গিকের গানে নিয়ে যাচ্ছেন, প্রশ্ন করতেই তার উত্তর, ‘আমি মূলত গানকে গান হিসেবে নিয়েই শুরু করি। শ্রোতা-দর্শরাই আামকে রকস্টার হিসেবে দেখতে চান। এজন্য রক গান নিয়ে বেশি কাজ করা হচ্ছে।’
রকস্টার হিসেবে ভারতে কাজ করার বিষয়টিও ব্যাখা করলেন বুশরা, ‘আমাদের দেশ থেকে জেমস ‘ভাই’ প্রথমে বলিউডে রক গান গেয়ে সফল হয়েছেন। আমি আপাতত বলিউড না, ওদের অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি। এটা ভাল লাগছে। সামনে আরো বড় পরিসরে নিজেকে নিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, ‘বুশরা সিজন ওয়ান’ নামে একটি সলো এ্যালবাম নিয়ে আসেন গেল বছর। বুশরার গানের মিউজিক ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে প্রদর্শিত হচ্ছে। অ্যালবামটি মোট গান আটটি। গানগুলোর কথা লিখেছেন শেখ রানা, নুরুল নোমেন, সামির এম রহমান। গানগুলো সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শেখ রানা, মোস্তফা শাওন ও সামির এম রহমান।
