এক বছরের মধ্যে গ্রিস থেকে দ্বিগুণ রেমিটেন্স সম্ভব: রাষ্ট্রদূত জসিম উদ্দিন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্রবাসীদের প্রেরিত রেমিটে›স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী এক বছরে গ্রিস থেকে দ্বিগুণ রেমিটেন্স আয় করা সম্ভব হবে বলে মনে করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. জসিম উদ্দীন। 
 
শনিবার গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস অয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি গ্রিসের অর্থনৈতিক মন্দাবস্থা সত্ত্বেও রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য গ্রিস প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানান।
 
গত অর্থবছরে গ্রিস থেকে ১৮ মিলিয়ন ডলার রেমিটেন্স প্রেরণের কথা উল্লেখ করে তিনি বলেন, এক বছরের মধ্যেই এই সংখ্যা দ্বিগুণ করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে তিনি মানুষের মধ্যে সচেতনতা এবং অবৈধ পথে রেমিটেন্স প্রেরণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার কথা বলেন। বিজয়ের মাসে অনুষ্ঠিত এই আলোচনায় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা নিজ জীবন উৎর্সগ করতে পারলে বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আমরা কেন অবৈধ পথে অর্থ পাঠানো বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো না।
তিনি এই প্রসঙ্গে সকলকে একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নিজ অবস্থান থকে ভূমিকা রাখার উপর জোর দেন।
 
দূতাবাসের কাউন্সিলর (শ্রম), ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বৈধ পথে রেমিটেন্স প্রেরণ’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এনবিএল মানি ট্রা›সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত নূর আবেদী।
 
নির্দিষ্ট আলোচক হিসেবে অংশ নেন এথে›স সেন্টার ট্রাভেল এন্ড মানি ট্রা›সফার-এর সত্ত্বাধিকারী মিসেস হাসিনা সুলতানা নীলা, ভয়েস বাংলা মানি ট্রা›সফার-এর সত্ত্বাধিকারী শাহীনুল ইসলাম তালুকদার এবং বিশিষ্ট ব্যবসায়ী, মক্কা সিলভার-এর সত্ত্বাধিকারী আরিফুর রহমান আরিফ।
 
সেমিনারে বক্তাগণ বৈধ পথে রেমিটে›স প্রেরণের গুরুত্বের উপর জোর দিয়ে এক্ষেত্রে বিদ্যমান সমস্যার কথা তুলে ধরেন। এই প্রসঙ্গে তারা বৈধ ও অবৈধ পথে রেমিটে›স পাঠানোর ক্ষেত্রে ইউরো এবং টাকার বিনিময় হারের পার্থক্যকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। বক্তারা সবার মধ্যে সচেতনতা সৃষ্টির উপর জোর দিয়ে বলেন, এ সচেতনতা সৃষ্টিতে দল মত নির্বিশেষে সকলের ভূমিকা রয়েছে। 
 
দূতাবাসে অনুষ্ঠিত এই সেমিনারে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ উপস্থাপন করেন।
 
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম কর্মসূচি হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল অনুষ্ঠানে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সম্মননা প্রদান করবে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top