সেবা ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেনে রবিবার এক আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জন হয়েছে। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
দেশটির কর্মকর্তা ও চিকিৎসা কর্মীরা একথা জানান। জানা গেছে, আল সোবহান ঘাঁটিতে সেনারা তাদের বেতন নেয়ার জন্য জমায়েত হলে সেখানে এ হামলা চালানো হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আইএস দাবি করেছে, তাদের হামলায় ৭০ ইয়েমেনি সেনা নিহত হয়েছে। এই ঘটনার সপ্তাহ খানেক আগে একই ঘাঁটি একই রকম হামলার শিকার হয়েছিল। সেই হামলায় ৪৮ সেনা নিহত হয়েছিল। বিবিসি ও এএফপি।
