ইতালী বারি আওয়ামী লীগের বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

S M Ashraful Azom
অনুপম বড়ুয়া টিপু,ইউরোপ থেকে: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৬ উপলক্ষ্যে ইতালী বারি অাওয়ামী লীগের উদ্যোগে লার্গো দু'য়ে জুনিওস্থ(লুনা পার্ক) বারি স্থায়ী শহীদ মিনারে সকাল ৮.০০টায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের অাত্নত্যাগ ও গৌরবগাথা স্মরন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বারি স্হায়ী শহীদ মিনারের প্রস্তাবক অনুজ বড়ুয়ার উপস্থাপনায় জাতীয় সংগীত "অামার সোনার বাংলা অামি তোমায় ভালবাসি" পরিবেশন করার পর শহীদ অাত্মর শান্তি কামনায় এক(১) মিনিট নীরবতা পালন করে। সভায় ইতালীয়ান নাগরিক সিনরে সাব্বিনো,বাংলাদেশ সমাজ কল্যান সমিতির (বারি) প্রাক্তন সভাপতি এস,এম,করিম (অানোয়ার ভাই),বাংলাদেশ সমাজ কল্যান সমিতির প্রাক্তন সভাপতি ও বারি স্থায়ী শহীদ মিনার বাস্তবায়নের অন্যতম রুপকার অাব্দুল কাদের উপস্থিত ছিলেন।এ ছাড়া ও বিশিষ্ট্য ব্যবসায়ী অাওয়ামী লীগ নেতা দুলাল হোসাইন, মুক্তিযোদ্ধা অায়াত অালী,মাহবুবুল ইসলাম লাকী,ফারুক অাহমদ,রাজু বড়ুয়া, মো: হাফিজউল্ল্যাহ বাবুল ভাই,কালাম অাকন্দ, নুরুল ইসলাম,কুতুব উদ্দীন,জামি ভাই,লুৎফর রহমান ডা:দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তরা বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে অারো শক্তিশালী করার অাহব্বান জানান

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top