চলে গেলেন হলিউড অভিনেত্রী জা জা গাবর

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  হলিউডের লিজেন্ড অভিনেত্রী জা জা গাবর, ৯৯ বছর বয়সে মারা গেছেন। গতকাল ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলেসের বেলএয়ারে নিজের বাড়িতে হৃদযন্ত্রের  ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ জেষ্ঠ্য অভিনেত্রী। এ খবর প্রকাশ করেছে বিবিসি।
 
গাবরের স্বামী ফ্রেডেরিক ভন আনহল্ট খবরটি নিশ্চিত করেন সংবাদ সংস্থা এএফপিকে। তিনি জানিয়েছেন, ও একাকীত্ব নিয়ে মরেনি। জা জা গাবরের মৃত্যুতে হলিউডে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top