সেবা ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রবিবার পাকিস্তানের কাছে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১ উইকেটে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে স্থান করে নিয়েছে জুনিয়র টাইগাররা।
বুধবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে জুনিয়র টাইগাররা।
‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালের টিকিট পেয়েছে আফগানিস্তান। শেষ ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে জিতেও বিদায় নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাদের সঙ্গে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক শ্রীলঙ্কাও।
নিয়মানুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ আফগানিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ শ্রীলঙ্কার সঙ্গে। ‘বি’ গ্রুপে দুটি করে জয় পাওয়া বাংলাদেশ (+১.৫৮৪), আফগানিস্তান (+১.৪২৫) ও পাকিস্তানের (+১.৩৬৮) পয়েন্ট সমান। তিন দলেরই সংগ্রহ ৯ পয়েন্ট। তিনটি দলই বোনাস পয়েন্ট নিয়ে হারিয়েছে সিঙ্গাপুরকে।
