একসঙ্গে আসছেন বলিউডের তিন অভিনেতা

Unknown
সেবা ডেস্ক:  একসঙ্গে আসছেন বলিউড অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার এবং নির্মাতা করণ জোহর। অবাক হওয়ার মতো খবর, তবে এই একসঙ্গে থাকার কারণ অবশ্যই নতুন সিনেমা। যেটি মুক্তি পাবে আগামী বছর।
এই তিনজনকে একসঙ্গে এর আগে সম্ভবত দেখেনি বলিউড। টুইটারে এ খবর ছবিসহ পোস্ট করেছেন অভিনেতা অক্ষয়। 
নতুন এই সিনেমার প্রযোজক সালমান খান ও করণ জোহর।  আর অভিনেতা এবং নায়ক অক্ষয় কুমার। এই ভূমিকায় দেখা যাবে তারকাদের। এটাই ভক্তদের জন্য তাঁদের নিউইয়ার গিফট। 
এর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’তে একসঙ্গে কাজ করেছিলেন করণ ও সালমান। একজন পরিচালক, অন্যজন ছিলেন একটি বিশেষ চরিত্রে। কিন্তু একসঙ্গে প্রযোজকের দায়িত্ব সামলানো এই প্রথম। অনুরাগ সিংহ পরিচালনা করবেন এই ছবি। আনন্দবাজার। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top