সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: অর্থমন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
বুধবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত্ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হোসেন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক। 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী। প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top