সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুলস্নাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নূরুন্নবী খন্দকার,মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) আসলাম হোসেন,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ,
উপজেলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ,ইউপি সচিব শরীফুজ্জামান, প্রমুখ।
এসময় উন্মুক্ত আলোচনায় বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। বক্তব্যে তথ্য অধিকার প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রশাসনিক সেবা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠিত ওই কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক , বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সুধীজন, রাজনীতিবিদ, ইউপি সচিব সহ ৬০ ব্যক্তি অংশ গ্রহণ করেন।
