সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার উক্ত বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উক্ত বিদ্যলয়ের প্রধান শিক্ষক নীল কমল রায়, হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতা বাবু রমেশ চন্দ্র রায়, শিক্ষক সুশীল রায়, শিড়্গক ফজলুল হক প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।