সেবা ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘বার্ষিক পণ্য’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
শেখ হাসিনা বলেন, চামড়াজাত পণ্যের অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে কাজে লাগাতে ২০১৭ সালের জন্য চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে বার্ষিক পণ্য বা‘প্রোডাক্ট অব দি ইয়ার’ ঘোষণা করছি। এই পণ্যকে সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি।
তিনি বলেন, গত সাড়ে চার দশকে দেশের চামড়া খাতের রফতানি প্রায় ৭১ গুণ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ১১৬০ বিলিয়ন ডলার। এ বছর মেলায় বাংলাদেশসহ অংশ নিচ্ছে ২১টি দেশ।রেস্তোরাসহ ১৩ ক্যাটাগরির ৫৮০টি স্টল থাকছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা ধার্য করা হয়েছে।