গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৪

Unknown
সেবা ডেস্ক:  গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়ায় ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাক চালক সোহেল মিয়া (২৯), রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার শ্রী হরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী সুজন রায় (২৩), একই এলাকার শ্রী অলিন রায়ের ছেলে শ্রী দিলিপ রায় (২২) ও শ্রী রাখাল রায়ের ছেলে শ্রী কাজল রায় (২৪)। 
 
জানা যায়, রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ইটভাটায় ফিরছিল ট্রাকটি। এসময় ইট ভাটার পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০-৭০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলে ওই তিন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ট্রাক চালক। 
 
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, সোহেল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top