সেবা ডেস্ক: টঙ্গীর কামার ব্রিজের উভয় পাশে তুরাগ নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ হয়েছে কিনা তা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দুই মাসের মধ্যে তদন্ত করে আগামী ১ মার্চ হাইকোর্টে এর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালত বলেছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি এ তদন্ত করতে না পারেন তাহলে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এ কাজ সম্পন্ন করা হবে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এর আগে হাইকোর্টের নির্দেশে বিআইডব্লিউটিএ তুরাগ নদীর তীর দখল করে অবৈধ স্থাপনার উচ্ছেদের প্রতিবেদন আদালতে জমা দেয়। সংস্থাটির পক্ষে অ্যাডভোকেট মফিজুর রহমান এবং রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।