সেবা ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলার অভিযোগে চীনের জিনজিয়াং এর উইঘুর সম্প্রদায় বংশোদ্ভূত কয়েকজনকে আটক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে আটক হওয়া উইঘুরদের সংযোগ ছিল।
ইস্তাম্বুলে নতুন বছর উদযাপনের সময়ে একটি নাইটক্লাবে হামলায় ৩৯ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আনাদোলুর সংবাদে তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী ভেসি কায়নাকের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী সম্ভবত উইঘুর সম্প্রদায়ের এবং একাই এই হামলা করেছে। তবে তাকে হয়তো কেউ সহায়তা করেছে।
আটক হওয়া ব্যক্তিরা হামলাকারীকে সহায়তা করেছে বলেই ধারণা করছে কর্তৃপক্ষ। হামলাকারীকে শনাক্ত করার কথা বললেও এখনো তাকে আটক করা যায়নি। তুরস্ক ছেড়ে যাতে ওই হামলাকারী পালিয়ে না যেতে পারে সে জন্য সীমান্ত ও বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিবিসি।