সেবা ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ শেষে বিকেলে নারায়ণগঞ্জ ফিরে দলীয় কর্মসূচি থেকে গ্রেফতার হয়েছেন সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানগর যুবদলের আহ্বয়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে মহানগর যুবদল নগরীর ডিআইটি এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ প্রথমে মিছিলে বাধা দেয়। পরে যুবদল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এবং কাউন্সিলর খোরশেদসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, আল আমিন ও বাদশা মিয়া।
যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বলেন, নগরীকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং জনগণের জানমাল রক্ষার্থে মিছিল দুটিতে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া একটি মিছিল থেকে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।