বকশীগঞ্জে বিসিএস শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: জাতীয় শিক্ষানীতি ২০১০ এর নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে বিসিএস শিক্ষাা সমিতি বকশীগঞ্জ শাখার সদস্যরা অংশ নেন।


উক্ত মানবন্ধনে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কতি বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন

 ইসলামের ইতিহাস ও সংস্কতি বিভাগের প্রভাষক ও বিসিএস শিক্ষা সমিতি বকশীগঞ্জ শাখার সভাপতি রবিউল ইসলাম, বিসিএস শিক্ষা সমিতি বকশীগঞ্জ শাখার সহ-সভাপতি প্রভাষক খোরশেদ আলম,

 বিসিএস শিকক্ষা সমিতি বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ফসিউল আহমেদ , বাংলা বিভাগের প্রভাষক বিএম সোহেল, বাংলা বিভাগের প্রভাষক আসলাম হোসেন, ও অর্থনীতি বিভাগের প্রভাষক আবু হাসান মোহাম্মদ সায়েম ।


মানববন্ধনে প্রভাষকরা বেসরকারি কলেজ গুলো সদ্য জাতীয়করণের ফলে এসব কলেজের শিক্ষকদের যেন ক্যাডার মর্যাদা না দেয়া হয় সে জন্য সরকারের প্রতি আহবান জানান। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top