মো. বুলবুল আহম্মেদ
বর্ণের পিছনে আছে লুকিয়ে
মায়ের বানী
বছরের পর বছর
সকল বাধা করে অতিক্রম,
ছুটে আসে এই দিনি
একুশে ফেব্রম্নয়ারি।
কত না ছাত্র ভাই করেছে মিছিল
প্রদেশ ব্যাপী
মায়ের বানী মুখে নিয়ে
রাষ্ট্র ভাষা বাংলা চাই
জানিয়ে দাবি।
প্রতিটি ড়্গণে
করিয়ে দেয় মনে,
তাদের স্মৃতি
সেই জনদের স্বরণে
গাবে আজ গীতি।
এই দিনটি ভাষা দিবস
একুশে ফেব্রম্নয়ারি।
প্রভাতফেরির গান
গেয়ে গেয়ে
চলো সবাই শহীদ মিনারে
তাদের বুক দেব ভরিয়ে
ফুলের পরশে
বর্ণের পিছনে আছে লুকিয়ে
মায়ের বানী
বছরের পর বছর
সকল বাধা করে অতিক্রম,
ছুটে আসে এই দিনি
একুশে ফেব্রম্নয়ারি।
কত না ছাত্র ভাই করেছে মিছিল
প্রদেশ ব্যাপী
মায়ের বানী মুখে নিয়ে
রাষ্ট্র ভাষা বাংলা চাই
জানিয়ে দাবি।
প্রতিটি ড়্গণে
করিয়ে দেয় মনে,
তাদের স্মৃতি
সেই জনদের স্বরণে
গাবে আজ গীতি।
এই দিনটি ভাষা দিবস
একুশে ফেব্রম্নয়ারি।
প্রভাতফেরির গান
গেয়ে গেয়ে
চলো সবাই শহীদ মিনারে
তাদের বুক দেব ভরিয়ে
ফুলের পরশে