জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজো প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি শেষে এনএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, শিক্ষার্থী সাবিকুন্নাহার প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
অপরদিকে বকশীগঞ্জের সনামধন্য চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।