কুড়িগ্রাম প্রতিনিধি:
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত মামলার রায়ে বাস চালক জামির হোসেনের আদালতে যাবজ্জীবন কারাদন্ড দেয়ায়
গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে ঘন্টব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার সকল পরিবহন শ্রমিক সংগঠন।
কুড়িগ্রাম মটর শ্রমিক ইউনিয়ন (জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন) সভাপতি মজিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস চালক জামির হোসেনের আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ড দেয়ায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছে।
ইচ্ছাকৃত কোনো চালকই দুর্ঘটনা করতে চায়না। আমরা এ রায়ের বিরম্নদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাস মলিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, কুড়িগ্রাম জেলা ট্রাক,
ট্যাংক লড়ি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ-বিষয়ক সম্পাদক শ্রী রামকৃষ্ণ রায়,
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নূর আমিন মিলন, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সহিদুজ্জামান (রাসেল) প্রমুখ।